3১ Jan, 2025

BY- Aajtak Bangla

TEAM-মানে দল, কিন্তু এর আসল অর্থ কী, আচ্ছা আচ্ছা শিক্ষিত লোকও জানে না

ইংরেজি TEAM শব্দ সম্পর্কে আমরা সবাই জানি। এট খুবই কমন একটি শব্দ।

টিম মানে দল বা গ্রুপ। একটা টিম মানে একই উদ্দেশ্য়ে গঠন হওয়া একটা দল।

অর্থাৎ যাদের লক্ষ্য একই থাকবে। এমন কিছু মানুষ জড়ো হয়ে একটা টিম তৈরি হয়।

সেটা খেলাধূলার ক্ষেত্রে হতে পারে। সেটা হতে পারে কাজের ক্ষেত্রে, কিংবা কোনও ভাল অথবা খারাপ কাজের উদ্দেশ্যেও হতে পারে।

বাংলায় একাধিক প্রতিশব্দ থাকলেও টিম বা TEAM শব্দটিই বেশি ব্যবহার করে থাকি আমরা।

ইংরেজিতে এর বানানও খুব একটা কঠিন নয়। ইংরেজি বানান হল T-E-A-M

কিন্তু এই TEAM শব্দটির প্রতিটি অক্ষরের আলাদা মানে আছে। যা আমাদের অনেকেরই অজানা।

এই শব্দটির টি, ই, এ এবং এম এর কী অর্থ তা আপনারা জেনে রাখুন।

টিম শব্দটির TEAM চারটি লেটারের অর্থ হল Together Everyone Achieves More.

তাহলেএবার জানলেন তো, টিম শব্দটির আসল মানে কী? কেউ বললে দুকথা শুনিয়ে দেবেন।