05 AUG, 2023

BY- Aajtak Bangla

এসব মানুষকে টোল ট্যাক্স দিতে হয় না? কারা কারা জানুন

আপনি যদি গাড়ি বা অন্য কোনও যানবাহনে জাতীয় সড়ক দিয়ে যান। পথে অনেক সময় টোল প্লাজা দিয়ে যেতে হয়।

টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। একে টোল ট্যাক্স বলে। টোল ট্যাক্সের মাধ্যমে সরকার চালকদের কাছ থেকে রাস্তা নির্মাণের খরচ মেটায়।

এর বাইরে টোল ট্যাক্সের মাধ্যমে যে টাকা আদায় করা হয়। তার সহায়তায় সরকার রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে।

হাইওয়েতে চার চাকার থেকে টোল ট্যাক্স আদায় করা হয়। আজকের এই পর্বে এই খবরের মাধ্যমে আমরা সেই সব মানুষদের সম্পর্কে বলতে যাচ্ছি, যাদের হাইওয়েতে যাতায়াতের সময় টোল ট্যাক্স দিতে হয় না।

ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, উপ রাষ্ট্রপতি, রাজ্যের গভর্নর, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতিকে টোল ট্যাক্স দিতে হয় না।

লোকসভার স্পিকার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরকেও টোল ট্যাক্স দিতে হয় না।

এছাড়াও রাজ্য বিধানসভার স্পিকার, হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের আইন পরিষদের চেয়ারম্যান, ভারত সরকারের সচিব, সাংসদকেও টোল ট্যাক্স দিতে হয় না।

সেনা কমান্ডার, সেনাবাহিনীর ভাইস চিফ, রাজ্য সরকারের মুখ্য সচিব, বিধায়ক ও রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি বিশিষ্ট ব্যক্তিদেরও টোল ট্যাক্স দিতে হয় না।

পরম বীর চক্র, অশোক চক্র, মহা বীর চক্র, কীর্তি চক্র, বীর চক্র এবং শৌর্য চক্রের পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তিরা ছাড় পান।