BY- Aajtak Bangla

মা আসছেন! কলকাতার কোন পুজোর কী থিম? জানুন

05 OCTOBER, 2023

সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজো মনে বাঙালিদের আবেগ ও উচ্ছ্বাসের সীমাহীন অনুভূতি।

কলকাতায় দুর্গা পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে আড্ডা, ভিড় ও এক রাশ সুখের ৪ দিন।

আর প্যান্ডেল মানেই নতুন নতুন আভিজাত্য এবং সৃষ্টি। নতুন নতুন থিম।

চলুন জেনে নেওয়া যাক এবছর কোন প্যান্ডেল কী থিম করছে ?

কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেল চেতলা অগ্রণী ক্লাবের এবারের থিম - 'যে যেখানে দাঁড়িয়ে'।

এবছর টালা প্রত্যয় ক্লাবের পুজোর থিমের নাম হল 'কাহন'।

কলকাতার মাস্ট ভিসিট একডালিয়া এভারগ্রিন ক্লাবের থিম মহারাষ্ট্রের জৈন মন্দিরকে কেন্দ্র করে তৈরি হয়েছে।

কলকাতার আরো এক বিখ্যাত আহিরিটোলা সর্বজনীন ক্লাবের থিমের নাম হলো 'অবিনশ্বর'।

দক্ষিণ কলকাতার ভবানীপুর সাধন সংহ ক্লাবের থিমের নাম হলো 'স্মরণে স্মরণীয়'।

সন্তোষ মিত্র স্কোয়্যার আরও একটি বড় পুজো। তাদের এবারের থিম অযোধ্যার রামমন্দির। 

কলকাতার অন্যতম বড় পুজো কলেজ স্কোয়্যারের থিম মাইসোর প্যালেস।

Next: এই ৫ দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সোনা, ভারতের কাছে কত?