BY- Aajtak Bangla
05 OCTOBER, 2023
আর দেড় সপ্তাহ পরেই শুরু হচ্ছে দেবীপক্ষ। উৎসবের আবহে শিয়ালদহ-রাণাঘাট শাখায় লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু করছে পূর্ব রেল।
দেবীপক্ষে ‘মাতৃশক্তি’-কে সম্মান জানাতে পূর্ব রেল মাতৃভূমি লেডিজ় স্পেশালে ফার্স্ট ক্লাস কামরা চালু করছে। মাতৃভূমি লেডিজ স্পেশালে খুব শীঘ্রই একটি প্রথম শ্রেণির কামরা জুড়তে চলেছে।
পুজো-উৎসবের মরসুমেই শিয়ালদহ-রানাঘাট মাতৃভূমি লোকালে থাকতে পারে এই ফার্স্ট ক্লাস কামরা। ১৪ অক্টোবর থেকে দেবীপক্ষের শুরু। ঠিক কবে এই পরিষেবা চালু হবে, এখনও জানায়নি রেল।
লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় যাতায়াত হবে আরও আরামদায়ক। প্রথম শ্রেণির আসনে থাকবে নরম গদি, কামরার মেঝেয় পাতা থাকবে ম্যাট। ফার্স্ট ক্লাস কামরার দেওয়ালে থাকবে সুন্দর ছবি।
রেলের প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, কামরার কোনও দেওয়ালে রয়েছে দিল্লির ইন্ডিয়া গেট, আগরার তাজমহলের ছবি, কোথাও মাথায় কলসি নিয়ে মহিলার ছবি।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, রানাঘাট-শিয়ালদহ রুটে চলা মাতৃভূমি লোকালে একটি প্রথম শ্রেণির কামরা থাকবে। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে।
তিনি জানান, এই পরিষেবা সফল হলে প্রথম শ্রেণির কামরাসমেত আরও বেশ কয়েকটি মাতৃভূমি লোকাল ট্রেন চালু করা হবে। প্রথম শ্রেণির পাশাপাশি দ্বিতীয় শ্রেণির কামরাও অবশ্যই থাকবে ট্রেনে।
পূ্র্ব রেলের এই সিদ্ধান্তে খুশি ট্রেনের নিত্য মহিলা যাত্রীরা। এখন অনেক বেশি আরামে যাতায়াত করা যাবে, এমনটাই মনে করছেন যাত্রীরা।
প্রথম শ্রেণির ভাড়া কত? মুম্বইয়ের লোকল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরার ভাড়া সাধারণ কামরার থেকে প্রায় ১০ গুণ বেশি। যদিও রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি লোকালের ফার্স্ট ক্লাসের ভাড়া এখনও জানায়নি রেল।