BY- Aajtak Bangla

দেশের মধ্যে ডিমের দাম সবচেয়ে বেশি কলকাতায়!

13 DECEMBER, 2023

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পেরোতেই কলকাতায় ডিমের দাম আকাশছোঁয়া। শুক্রবার থেকেই এক জোড়া ডিমের পাইকারি দর প্রায় সাড়ে ১২ টাকা হয়ে গিয়েছে। খুচরো বাজারে দাম আরও বেশি।

গত শুক্রবার ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির (NECC) প্রস্তাবিত হার অনুযায়ী, সোমবার (১১ ডিসেম্বর) কলকাতায় ১০০ পিস মুরগির ডিমের দাম ৬৪৫ টাকা হয়েছে।

একটি ডিমের পাইকারি দর কলকাতায় ৬ টাকা ৪৫ পয়সা। সেই হিসাবে এক জোড়া ডিমের পাইকারি দর এখন ১২ টাকা ৯০ পয়সা হয়ে গিয়েছে।

গত শুক্রবারই দর বৃদ্ধির পর কলকাতায় খুচরো বাজারে একজোড়া ডিমের দাম ৭ টাকা থেকে সাড়ে ৭ টাকা হয়ে গিয়েছিল।

গত সপ্তাহের শেষ থেকে এক ট্রে (৩০ পিস) মুরগির ডিমের পাইকারি দর যাচ্ছে ১৮৬-১৯০ টাকা আর খুচরো বাজারে এর দাম ২০০ টাকা হয়ে গিয়েছে।

এ মাসের শুরুতে ১ ডিসেম্বরেও কলকাতায় ১০০ পিস মুরগির ডিমের পাইকারি দর ছিল ৫৬৫ টাকা। গত ৯-১০ দিনের মধ্যে কলকাতায় একজোড়া মুরগির ডিমের পাইকারি দর ১ টাকা ৬০ পয়সা বেড়েছে।

সোমবার ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির (NECC) প্রস্তাবিত হার অনুযায়ী, দেশের মধ্যে এখন কলকাতায় ডিমের দাম সবচেয়ে বেশি। ১০০ পিস ডিমের পাইকারি দর ৬৪৫ টাকা।

এর পরেই দামি ডিমের তালিকায় রয়েছে রাঁচির নাম। সেখানে ১০০ পিস ডিমের পাইকারি দর রবিবার থেকে ৬৪৩ টাকা হয়েছে।

মহার্ঘ ডিমের তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুজাফফরপুর, লখনউ আর পটনা। সেখানে ১০০ পিস ডিমের পাইকারি দর গতকাল থেকে ৬৪০ টাকা হয়ে গিয়েছে।