5 June 23

BY- Aajtak Bangla

ফেসবুক ব্যবহার করলে সাবধান! ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না!

ফেসবুকে অচেনা জায়গা থেকে আসা মেসেজ ক্লিক করবেন না। ক্লিক করলেই ফেসবুকের লগইন আইডি-পাসওয়ার্ড চুরি যেতে পারে।

এই স্ক্যামে ম্যাসেজে লেখা থাকবে কারও মৃত্যু হয়েছে। থাকবে একটি ছবিও।

এই মেসেজে 'I know you know him' বা 'Died in an accident' লেখা থাকে। সমবেদনা জানাতে ক্লিক করলেই বিপদ!

ফেসবুক ব্যবহারকারীদের আবেগ নিয়ে খেলছে দুর্বৃত্তরা। এই লিঙ্কে ক্লিক করলেই সব তথ্য হাতিয়ে নেয় তারা।

দুর্বৃত্তরা ফেসবুকের তথ্য পেয়ে গেলে আসল ব্যবহারকারী আর অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। 

ফেসবুক সেই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে থাকা সকলকে ম্যাসেজ পাঠায় দুর্বৃত্তরা।

বন্ধু এবং আত্মীয়দের কাছে নাম, ফটো এবং প্রোফাইল দিয়ে ম্যাসেজ পাঠানো হয়।

অ্যাকাউন্ট হ্যাক হলে সঙ্গে সঙ্গে পুনরুদ্ধার করা যায় না। বন্ধুদের সতর্ক করতে পারেন।