BY: Aajtak Bangla 

FD-তে ১০ শতাংশের বেশি সুদ; কোথায়?

07 APRIL 2023

দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রোধ করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মে ২০২২ থেকে মোট ৬ বার রেপো রেট বাড়িয়েছে।

এবারের MPC মিটিংয়ে রেপো রেট আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে গত ছয় দফায় রেপো রেট বৃদ্ধিতে সব ব্যাঙ্কই স্থায়ী আমানতে সুদ বাড়িয়েছে।

প্রথম সারির সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি বর্তমানে স্থায়ী আমানতে সর্বোচ্চ ৭-৮ শতাংশ সুদ দিচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণাধীন নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি স্থায়ী আমানতে ১০ শতাংশ বা তারও বেশি সুদ দিচ্ছে।

‘সমৃদ্ধি ক্রমবর্ধমান স্কিম’ নামের স্থায়ী আমানত প্রকল্পে ৫ বছরে প্রবীণ নাগরিকেরা ১০.৩২ শতাংশ হারে সুদ পাবেন আর সাধারণ গ্রাহকরা এই স্কিমে ১০.০৭ শতাংশ সুদ পাবেন।

‘ক্রমবর্ধমান স্কিম’ নামের স্থায়ী আমানত প্রকল্পে সাধারণ গ্রাহক তাদের জমা টাকায় ১০.৪২ শতাংশ হারে সুদ পাবেন। পাশাপাশি, প্রবীণ গ্রাহকরা এই স্কিমে ১০.৭৭ শতাংশ হারে সুদ পাবেন।

কেরল সরকারের আওতাধীন এই NBFC-তে ফিক্সড ডিপোজিটে ১০.১৭ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা।

উল্লেখিত সবকটি NBFC-তেই ফিক্সড ডিপোজিটের ন্যূনতম মেয়াদ ৫ বছর। পাশাপাশি কমপক্ষে ৫,০০০ টাকার বিনিয়োগ করতে হবে।

NBFC-গুলির আর্থিক লেনদেনের লাইসেন্স থাকলেও যে কোনও বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

দেশের অনেক বড় ব্যাঙ্ক ও NBFC তাদের স্থায়ী আমানতের সুদ বাড়িয়েছে। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানির নাম আর তার বিনিয়োগের মেয়াদ সম্পর্কে, যেখানে স্থায়ী আমানতে ১০ শতাংশ বা তারও বেশি সুদ পাওয়া যায়...