29 JULY, 2023

BY- Aajtak Bangla

ল্যাবে তৈরি মাছ-মাংস-দুধ আসছে বাজারে

ভিডিও ব্লগ 'নাস ডেইলি' মাধ্যমে জানা গিয়েছে কিভাবে প্রাণী হত্যা নকরেও প্রাণিজ প্রোটিন পাওয়া যাবে।

ইসরাইলের প্লান্টিশ নামের এক প্রতিষ্ঠান, জানিয়েছেন যে গাছপালাই বানাতে পারে সেরা মাছ।

কোনো মৌমাছি ছাড়াই গ্যালন গ্যালন মধু তৈরি করছে বিআইও নামে একটি কোম্পানি।

সিঙ্গাপুরের দুই বিজ্ঞানী , একটি চিংড়ির কোষ থেকে আস্ত গোটা চিংড়ি বানিয়ে ফেললেন।

জেরুসালেমের একটি প্রতিষ্ঠান রিডিফাইন মিট, গন্ধ মিশিয়েই ল্যাবরেটরি তে বানালো মাংস।

ইট জাস্ট নামের একটি সংস্থান, চিকেনের একটি কোষ দিয়ে তৈরি করলো চিকেন নাগেট।

ইসরাইলের একটি প্রতিষ্ঠান গরুর একটি অনু থেকেই তৈরি করছেন গরুর দুধ।

থাইল্যান্ডে মুরগির পলক সংগ্রহ করে সেখান থেকেই তৈরি হচ্ছে মুরগির মাংস।

সুতরাং আর প্রাণীহত্যা নয়, এবার প্রাণীহত্যা ছাড়াই খাওয়া যাবে মাছ, মধু, দুধ ও মাংস।