11 AUG, 2023

BY- Aajtak Bangla

ফিক্সড ডিপোজিটে ৮.৬% পর্যন্ত সুদ এই ৫ ব্যাঙ্কে

ফিক্সড ডিপোজিট এখনও আমজনতার ভরসাযোগ্য বিনিয়োগের ক্ষেত্র।

যতই মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারের প্রসার বাড়ুক, সাধারণ মানুষ এখনও ফিক্সড ডিপোজিটেই ভরসা রাখেন।

নিশ্চিত রিটার্ন ও ঝুঁকি না থাকায় এখানেই বিনিয়োগ করতে সকলে পছন্দ করেন।

আজকের প্রতিবেদনে ৫টি এমন ফিক্সড ডিপোজিট প্ল্যানের বিষয়ে জানতে পারবেন, যাতে ৮%-এরও বেশি সুদ পাবেন।

Bandhan Bank : এক বছরের ফিক্সড ডিপোজিটে ৭.২৫% পর্যন্ত সুদ পাবেন।

Yes Bank: ইয়েস ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৫০% হারে সুদ পাবেন।

Suryoday Small Finance Bank: সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের FD-তে ২-৩ বছরের মেয়াদে ৮.৬% হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা পাবেন ৯.১০%।

Indusind Bank : সাধারণ নাগরিকরা এই ব্যাঙ্কে এক বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৭৫% হারে সুদ পাবেন।

Equitas Small Finance Bank : এক বছরের FD-তে ৮.২% পর্যন্ত সুদ পাবেন।