28 AUG, 2023

BY- Aajtak Bangla

ফিক্সড ডিপোজিট নাকি PPF? কোথায় লাভ বেশি?

সুরক্ষিত বিনিয়োগ বলতে এখনও সিংহভাগ মানুষই ফিক্সড ডিপোজিট (FD) এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ ভরসা করেন।  

দুই বিনিয়োগের ক্ষেত্রেই একটি লক-ইন পিরিয়ড থাকে। অর্থাত্ যখন খুশি টাকা তুলে নিতে পারবেন না।

ধৈর্য্য ধরে লম্বা সময় অপেক্ষা করলে তবেই লাভ। তবে অবসরের জন্য টাকা জমানোর পরিকল্পনা থাকলে এটি সত্যিই কাজে আসতে পারে।

ফলে পোস্ট অফিস বা ব্যাঙ্কে FD বা PPF অ্যাকাউন্ট খুলতে পারেন।

৫ বছরের পোস্ট অফিস FD-তে তুলনামূলকভাবে কম মেয়াদের মধ্যেই সর্বোচ্চ 7.5% পর্যন্ত উচ্চ সুদের হার পাবেন। অন্যদিকে PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড)-এ বর্তমানে 7.1% সুদের হার পাবেন। তার উপর ১৫ বছরের লক-ইন পিরিয়ড। 

৩ বছরের কম সময় পর্যন্ত পোস্ট অফিস টাইম ডিপোজিট (FD)-এ আপনি PPF-এর তুলনায় অপেক্ষাকৃত কম সুদের হার পাবেন। তাছাড়া PPF-এর মতো এতে কোনও কর ছাড়ের সুবিধা পাবেন না। তবে টাকা আপদকালে তোলা যাবে।

আপনার যদি মনে হয় যে, ২-৩ বছরের মধ্যে হঠাত্ টাকা তোলার দরকার হতে পারে, কিন্তু আপাতত সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে চাইছেন না, সেক্ষেত্রেই কম মেয়াদের FD করতে পারেন। 

পোস্ট অফিস FD-তে বিনিয়োগের কোনও উর্ধ্ব ও নিম্ন সীমা নেই।  PPF অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের সর্বোচ্চ সীমা বছরে ১.৫ লক্ষ টাকা।

পোস্ট অফিস FD সময়ের আগেই তুলে নিতে পারবেন। কিন্তু PPF-এর ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার পর ৫ অর্থবর্ষ গেলে, তবেই সময়ের আগে টাকা তুলতে পারবেন।

 PPF EEE-র মধ্যে আসে। তাই এতে এক অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর কর ছাড় পাবেন।  জমাকৃত টাকার সঙ্গে প্রাপ্ত সুদের উপরেও কোনও কর কাটা হবে না।

এদিকে ৫ বছরের টাইম ডিপোজিটেও আয়কর আইনের 80C ধারা অনুযায়ী কর ছাড় পাবেন। কিন্তু বিনিয়োগকৃত টাকার উপর যে সুদ পাবেন, সেটি করযোগ্য।