15 JULY , 2024
BY- Aajtak Bangla
এখন ঘোর বর্ষা। হঠাৎ হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কখন কেউ জানে না। এতে একটা সমস্যা হচ্ছে যাঁদের বাইরে কাজ করতে হয়।
আচমকা বৃষ্টি নেমে জামা কাপড়-জুতো ভিজে যাচ্ছে। জামা-কাপড় না হয় বদলে ফেলা যাবে, কিন্তু অফিস যাওয়ার জুতো সাধারণ ঘরে একজোড়াই থাকে।
হেয়ার ড্রায়ার দিয়ে আপনি খুব সহজেই আপনার ভেজা জুতো দ্রুত শুকাতে পারেন।
প্রথমে ভেজা জুতো এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন, যাতে জুতা থেকে সব জল ঝরে যায়।
পুরো জল ঝরে গেলে আপনি হেয়ার ড্রায়ার দিয়ে জুতোগুলোকে এক এক করে শুকিয়ে নিন।
তবে যখন রোদ উঠবে অবশ্যই একবার রোদে দিয়ে দেবেন। তাহলে জুতোতে স্যাঁতস্যাঁতে গন্ধ আর হবে না।
তবে বাজারে জুতোর ড্রায়ারো পাওয়া যায়। কিনলে ভাল না হলে এটাই যথেষ্ট।
প্রথমে ভেজা জুতো খবরের কাগজে আপনি মুড়িয়ে নেবেন। তাহলেই দেখবেন আপনার জুতোর সব জল শুষে গেছে।
কিছুক্ষণ পর সেই জুতোগুলো আপনি পাখার তলায় দিয়ে দেবেন। তাহলে সেই জুতা কিন্তু শুকিয়ে যাবে। অর্থাৎ পরার উপযোগী হবে।
জুতো যদি অল্প ভিজে থাকে, তাহলে কিছুইল লাগবে না। জলটা হ্যাঙারে ঝুলিয়ে জল ঝরিয়ে নিন। এবার ফ্যান চালিয়ে রেখে দিন। তবে এতে রাতে চালিয়ে সকালে শুকোবে।
এই উপয়গুলি মেনে চললে সহজেই জুতো শুকোবে। আপনিও বিড়ম্বনা থেকে বাঁচবেন।