29April, 2024

BY- Aajtak Bangla

Mahindra Tharকে মাটি ধরিয়ে দিতে বাজারে হাজির, সবচেয়ে বড় শত্রু Force Gurkha

ইন্ডিয়ান মার্কেটে অফরোডিং বা লাইফস্টাইল এসইউভির কথা হয় তখন দুটো নাম সবার আগে সামনে আসে একটা থার এবং দ্বিতীয় হল গোর্খা

থার ফাইভ ডোরের অপেক্ষা, গ্রাহকেরা দীর্ঘদিন ধরেই করছিলেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এটি আগামী ১৫ই আগস্ট ভারতীয় বাজারে লঞ্চ করে হবে।

কিন্তু এর আগে থারের সবচেয়ে বড় শত্রু একদম নতুন অবতারের বাজারে আসতে চলেছে ফোর্স মোটরসের গোর্খা ফাইভ ডোরের পর্দা উন্মোচন করেছে।

এক্সটেরিয়ার থেকে নিয়ে ইন্টিরিয়ার পর্যন্ত একাধিক বদলের সঙ্গে নতুন ফোর্স গোর্খা তিনটি রং এ বাজারে আনা হচ্ছে। তিন দরজা এবং পাঁচ দরজা দুটো ভেরিয়েন্টেই বাজারে আনা হচ্ছে।

তথ্য অনুযায়ী কোম্পানি নতুন ফোর্স গোর্খা অফিসিয়ালি মে মাসে বিক্রির জন্য লঞ্চ করবে এরপর ডেলিভারি শুরু হয়ে যাবে।

যদিও লঞ্চের আগে কোম্পানি এটি অফিসিয়াল বুকিং শুরু করে দিয়েছে। যাতে গ্রাহকেরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিলারশিপ থেকে বুক করতে পারবেন।

নতুন ফোর্স গোর্খা কোম্পানি আলাদা আলাদা রঙে বাজারে আনতে চলেছে। যার মধ্যে গ্রিন, রেড, হোয়াইট এবং ব্ল্যাক কালার রয়েছে।

ফাইভ ডোর ভ্যারিয়েন্টের এন্ড লুক এবং ডিজাইন, থ্রি ডোর ভেরিয়েন্ট এর মতোই রয়েছে। যদিও সাইজে বড় এবং একটু কেবিনে বেশি স্পেস দেওয়া হয়েছে।

ফোর্স গোর্খাতে সিঙ্গেল টেল গ্রিল, টিন্ডার মাউন্টেড টার্ম ইন্ডিকেটর, সার্কুলার এলইডি হেড ল্যাম্প, ডে টাইম রানিং লাইটস সিস্টেমের সঙ্গে ফগ লাইট এবং আর্ক দেওয়া হয়েছে।

গোর্খা থ্রি ডোর সাইজের কথা বলতে গেলে এর দৈর্ঘ্য ৩৯৬৫ মিলিমিটার, চওড়া ১০৮৬৫ মিলিমিটার এবং উচ্চতা ২০৮০ মিলিমিটার দেওয়া হয়েছে। সেখানে এটি ২৪০০ মিলিমিটার এর হুইল বেস এবং ৫.৫ মিটারের টার্নিং রেডিয়াস দিচ্ছে।

গোর্খা ফাইভ ডোরের দৈর্ঘ্য ৪৩৯০ মিলিমিটার, চওড়া ১৮৬৫ মিলিমিটার এবং উচ্চতা ২০৯৫ মিলিমিটার। এর মধ্যে ২৮২৫ মিলিমিটারের হুইল বেস এবং ৬.৩ মিটারের টার্নিং রেডিয়াস দেওয়া হয়েছে।

এর মধ্যে ২৩৩ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এটি এসইউভিতে ৩৪ ডিগ্রি গ্রেডিবিলিটির সঙ্গে পাওয়া যাবে। কোম্পানি এতে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল দিয়েছে।

এছাড়া এর ওয়াটার ওয়েবিং ক্যাপাসিটিও ৭০০ মিলিমিটার। যা এই খুব খারাপ এবং জলভরা রাস্তায় খুব সহজেই না থেমে এগিয়ে যেতে সাহায্য করবে।

গুর্খার কেবিনে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে ওয়্যারলেস-এ কালেক্টিভিটি সিস্টেম এর সঙ্গে পাওয়া যাবে।

কোম্পানি এর মধ্যে মার্সিডিজ বেঞ্চের ইঞ্জিন সোর্স করেছে। ২.৬ মিটারের ক্ষমতা সম্পন্ন ৪ টি সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে।

এই ইঞ্জিন কেবল ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ফোর হুইল ড্রাইভ সিস্টেমও দেওয়া হয়েছে।

অন্য ফিচারসের মধ্যে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ডিল্ড টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, মাউন্টেড এসি,সমস্ত দরজা পাওয়ার উইন্ডো দেওয়া হয়েছে।

সেফটিতেও ফোর্স গোর্খা অনেক বেটার। এর মধ্যে ডুয়েল এয়ার ব্যাগ, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশনের সঙ্গে এন্টিলক ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম দেওয়া হয়েছে।

গোর্খা ৫ ডোর কোম্পানি দ্বিতীয় সারিতে অর্থাৎ সেকেন্ড রোতে বেঞ্চ সিট দিয়েছে এবং থার্ড রোতে ক্যাপ্টেন সিট শামিল করা হয়েছে।