22 JUNE, 2023

BY- Aajtak Bangla

টিকিট ওয়েটিং লিস্টে, কনফার্মড হবে? বোঝার টিপস

পুজোর সময় বেড়াতে যাচ্ছেন? টিকিট কাটার পর দেখাচ্ছে RAC, GNWL, PQWL, RLWL, TQWL? কিন্তু বুঝতে পারছেন না, এমন লেখার অর্থ কী?

মাথায় রাখতে হবে রেলের আইন অনুসারে, টিকিট কাটলেই রিজার্ভড কামরায় ওঠা যায় এমনটা একেবারেই নয়। টিকিট কনফার্ম হতে হয়।

টিকিট কনফার্ম না হওয়া সত্ত্বেও, ট্রেনের রিজার্ভ কামরায় উঠলে ফাইন দিতে হতে পারে।

GNWL এর অর্থ হল হল জেনারেল ওয়েটিং লিস্ট। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কত নম্বর রয়েছে সেটা সেটা গুরুত্বপূর্ণ।

PQWL যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে এবং শেষ স্টেশন তার মধ্যবর্তী কোনও স্টেশনে নামার জন্য যদি টিকিট কাটেন, এবং তা যদি কনফার্ম না হয়, তখন PQWL দেখায়।

RLWL দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কিছু স্টেশনকে রিমোট লোকেশন বলে চিহ্নিত করা হয়। সেই সমস্ত স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটা হলে, তা যদি কনফার্ম না হয়, তা হলে টিকিটে এমন দেখায়

TQWL তৎকালে টিকিট কেটে ট্রেনে উঠবেন, সে ক্ষেত্রেও ওয়েটিং? তখন টিকিটের পাশে TQWL দেখাতে পারে। এই ধরনের টিকিট কনফার্ম হয় না।

RAC টিকিট ওয়েটিং লিস্টে ছিল। তারপর যদি সেই টিকিট RAC-র অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে আপনাকে আরও একজনের সঙ্গে সিট শেয়ার করতে হবে।

CNF আপনার টিকিট কনফার্ম হলে টিকিটের পাশে CNF লেখা থাকে। এক্ষেত্রে ট্রেনে উঠতে কোনও সমস্যা হয় না