16 OCTOBER 2024
BY- Aajtak Bangla
প্রায়শই আমরা দৈনন্দিন জীবনে অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু তাদের পুরো নাম সম্পর্কে খুব কমই জানি। আজ আমরা এমন শব্দের পুরো নাম বলছি।
NEWS- নিউজ শব্দটি আমরা বারবার ব্যবাহার করে থাকি। এর ফুল ফর্ম হল North, East, West, South। অর্থাৎ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ।
খবরের কাগজে আমরা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সমস্ত জায়গার খবর পেয়ে থাকি। পাশাপাশি অতীত এবং বর্তমান ঘটনা রিপোর্টও থাকে এখানে।
যা থেকে আমরা দেশ বিদেশের নানা খবর জানতে পারি।
অনেক ক্ষেত্রেই সরকারি পরীক্ষার প্রশ্নে বা বেসরকারি সংস্থার নানা পরীক্ষায় এই ধরণের প্রশ্ন আসে।
আগে থেকেই এই সমস্ত প্রশ্নের উত্তর জানা থাকলে দারুণ লাভ হয়।
বাকি সমস্ত প্রতিযোগীদের থেকে এগিয়ে যেতে পারবেন।