16 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

AM ও PM-এর মানে কী? অনেক শিক্ষিত মানুষও জানেন না

আমাদের আশেপাশের অনেক কিছুই অনেকেরই জানা, কিন্তু প্রশ্ন শুনলে আকাশ থেকে পড়ি।

যুগ যুগ ধরে নানা আবিষ্কারই মানুষ করে চলেছে। ঘড়িও তাদের মধ্যে একটি। প্রাচীনকাল থেকেই সূর্যের ধারণার ভিত্তিতে সকাল, দুপুর ও সন্ধ্যার হিসাব করা হত।

রাতে মানুষ চাঁদ-তারার সাহায্যে সময় বের করত। কিন্তু ঘড়ির গুরুত্বপূর্ণ আবিষ্কার সময় জানার সমস্যা দূর করে।

সারা বিশ্বের মানুষ সময় জানার জন্য ঘড়ি ব্যবহার করেন। বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল ঘড়ি ব্যবহৃত হয়। ডিজিটাল ঘড়িতে আপনি AM এবং PM দেখে সময় সেট করেন।

এখন হঠাৎ করে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে এই এএম এবং পিএম- আসলে কী? অনেকেই কিন্তু এ বিষয়ে জানেন না।

তাই অনেকেই ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে AM এবং PM সম্পর্কে বিভ্রান্ত থেকে যায়।

আসলে এখানে AM মানে Ante Meridiem এবং PM মানে Post Meridiem। AM হল দুপুরের আগের সময়। যেখানে PM মানে সেই সময় যা দুপুরের পর বোঝায়।

দুপুরের আগে সময় জানার জন্য AM এবং দুপুরের পরের সময় জানার জন্য PM ব্যবহার করা হয়।

এভাবে দুপুর ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময় হলো AM এবং দুপুর ১২টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত সময় হল PM।

AM এবং PM হল ল্যাটিন শব্দ। আবার meridiem হল ল্যাটিন ভাষার আরও একটি শব্দ৷ যার অর্থ দুপুর৷