02 AUG, 2023

BY- Aajtak Bangla

কোন প্রাণী ঘুমোয় না? বলতে পারলে আপনি জিনিয়াস

ঘুমাতে কে না ভালবাসে? কিন্তু পৃথিবীতে এমন এক প্রাণী আছে, যে কখনওই ঘুমায় না!

প্রাণীটি কিন্তু সবারই খুব চেনা, প্রতিদিনই দেখতে পাই! প্রাণীটি হল পিঁপড়ে। পিঁপড়েই হল বিশ্বের একমাত্র প্রাণী যারা কখনও ঘুমায় না!

পিঁপড়েদের সারাদিন কাটে ব্যস্ততা, ছোটাছুটির মধ্যে! হাজারও কাজ, কত না পরিশ্রম! কিন্তু তবু তাদের কোনও ঘুম নেই।

পিঁপড়েরা দিনে প্রায় ২৫০ বার বিশ্রাম নেয়। এক-একবার বিশ্রামের মেয়াদ ১ মিনিট।

কিন্তু পিঁপড়ে কেন ঘুমোয় না? আসলে পিঁপড়ের চোখের পাতা নেই। তাই তারা চোখ বন্ধ করতে পারে না।

মানুষ একবারে ৮/৯ ঘণ্টা ঘুমিয়ে নেন, পিঁপড়েদের ঘুম আদতে গভীর বিশ্রাম।

গোটা দিনে ১ মিনিট করে ২৫০ বার বিশ্রাম নেওয়া মানে সবসাকুল্যে ৪ ঘণ্টা ৪৮ মিনিটের ঘুম।

পিঁপড়েদের শরীরে একটি ফুফফুস থাকে। অক্সিজেন শরীরে প্রবেশ করে গোটা শরীরে ছড়িয়ে পড়ে।

বিপদ টের পেলে এক বিশেষ ধরণের কেমিক্যাল সিগন্যাল দেয়। খাবারের সন্ধান পেলে পিঁপড়েরা সঙ্গীদের জানান দেয়।