23 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

পৃথিবীর সবচেয়ে বড় ফল কোনটা? জানলে চমকে যাবেন

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমন অনেক কিছু প্রশ্ন আসে যা ঘাবড়ে দেয় পরীক্ষার্থীদের। খুব সহজ মনে হলেও, আদতে পরীক্ষার্থীদের অধিকাংশই জানেন না এই সমস্ত প্রশ্নের উত্তর।

রোজ আমরা নানা ধরণের ফল খাই, কিন্তু ফলের সম্পর্কে বহু কিছু আমাদের কাছে অজানাই। আমরা অনেকেই জানি না পৃথিবীর সবচেয়ে বড় ফল কোনটা?

সারাবছর আমরা বাজারে নানা ফল দেখতে পাই। মরসুমি ফলে চারিদিকে উপচে পড়ে। 

ফল সাধারণভাবে দারুণ উপকারী। কিছু ফল তো আবার সুপার ফুডও।

তবে প্রশ্নের উত্তর হল কাঁঠাল। এটাই হল বিশ্বের বৃহত্তম ফল, যার দৈর্ঘ্য দুই ফুট পর্যন্ত এবং ওজন ১৭-১৮ কেজি পর্যন্ত হতে পারে।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কাঁঠাল কেন? উত্তর তরমুজও তো হতে পারে।

এমন প্রশ্ন উঠতে বাধ্য। কারণ দেখার দিক থেকে তরমুজ কাঁঠালের থেকেও বড়।

তবে, তা ভুল ধারণা কারণ কাঁঠাল সবচেয়ে বড় ফল।