1৪ JULY, 2023
BY- Aajtak Bangla
পৃথিবীর যে কোনও প্রান্তে ঘটে যাওয়া অপরাধ মোকাবিলায় সে দেশের পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তা সবাই জানে।
পুলিশ বিভাগের নাম ও কাজ সম্পর্কে সবাই খুব ভালো করেই জানেন।
কিন্তু পুলিশ শব্দেরও যে ফুল ফর্ম আছে তা অধিকাংশ মানুষই জানেন না। 'Police' এর ফুল ফর্ম কী জানেন?
যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নিই এই বিভাগের পুরো নাম কী এবং কে এই নাম দিয়েছেন।
পুলিশ এমন একটি নিরাপত্তা বাহিনী, যা জনগণের সেবায় দিনরাত প্রস্তুত থাকে।
পুলিশ দেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষা করে। শুধু তাই নয়, দেশের স্বার্থে প্রতিটি ফৌজদারি অপরাধকে বিচারের অধীনে আনাও পুলিশের দায়িত্ব।
যে কোনও ধরনের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করুর অধিকার পুলিশের রয়েছে। পুলিশের মূলত কাজ হল রাজ্যের আইনশৃঙ্খলা দেখাশোনা করা।
ব্রিটিশরা প্রায় ২০০ বছর ধরে আমাদের দেশ শাসন করেছে। তারাই এখানে পুলিশ বিভাগ চালু করেছিল। Police শব্দটি প্রচলিত, কিন্তু এর ফুল ফর্ম হল Public Officer for Legal Investigations and Criminal Emergencies।
কলকাতা পুলিশ বাদে ভারতের অন্য জায়গায় পুলিশ বাহিনী খাকি ইউনিফর্ম পরে।