17 AUG, 2023

BY- Aajtak Bangla

ভারত ছাড়া এই দেশের সরকারি ভাষা হিন্দি, কথা বলেন ৩৮% মানুষ

ভারতের সরকারি ভাষা হিন্দি আমাদের সকলের জানা। বিশ্বে আরও একধিক দেশে হিন্দির প্রচলন আছে।

আরও একটি দেশের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ছে হিন্দিকে। জানেন সেটা কোন দেশ?

এর উত্তর অনেকের কাছেই অজানা।

ভারতের বাইরে সর্বাধিক হিন্দির প্রচলন রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ফিজিতে।

এই দেশের জনসংখ্যার ৩৮ শতাংশের মাতৃভাষা হিন্দি। কয়েক বছর আগে হিন্দিকে সরকারি ভাষার মর্যাদা দেয় ফিজি প্রশাসন।

ভারতের বাইরে একমাত্র ফিজিতেই সরকারি ভাষার মর্যাদা পেয়েছে হিন্দি। বর্তমানে এই দেশে তিনটি সরকারি ভাষা রয়েছে।

ইংরেজি, ফিজিয়ান এবং ফিজি হিন্দি। বর্তমানে ফিজিকে ‘ছোট্ট ভারত’ বা ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয়।

১৮৭৯ থেকে ১৯১৬ সালের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে এক দল মানুষ আখের বাগানে কাজ করতে ফিজিতে চলে গিয়েছিল।

অনেকে আর ভারতে ফেরেননি।  তখন থেকেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটি ‘ভারতময়’।