02 AUG, 2023
BY- Aajtak Bangla
সাধারণ জ্ঞানমূলক কুইজ সবসময়ই মস্তিষ্কের অনুশীলনে কার্যকরী হয়ে থাকে।
আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জ্ঞান থাকা খুবই প্রয়োজন।
তাই ধাঁধা হোক বা কুইজ , এগুলি স্ট্রেস বাস্টার হিসেবে যেমন ভাল তেমন এগুলি থেকে নিজের সাধারণ জ্ঞান বাড়িয়েও নেওয়া যায় সহজে।
আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি কুইজ নিয়ে এসেছি, যার প্রশ্ন এবং উত্তর দুটোই অদ্ভুত। চলুন জেনে নেওয়া যাক।
প্রশ্ন ১ - কোন দেশের মানুষ বিড়ালকে দেবতার মতো পূজা করে? উত্তর - মিশর দেশে বসবাসকারী লোকেরা।
প্রশ্ন ২ - আপনি কি জানেন কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয়? উত্তর - পেঁপে।
প্রশ্ন ৩ - গরবা কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় নৃত্য? উত্তর - গুজরাত।
প্রশ্ন ৪ - কোন সে প্রাণী যার গায়ে পেট্রোল ঢেলে দিলে তার মৃত্যু হয়? উত্তর - বিছে।
প্রশ্ন ৫ - বলুন তো কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়? উত্তর - শুক্র গ্রহ।
প্রশ্ন ৬ - রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ? উত্তর ৬ - থাইল্যান্ড।