16 September, 2023

BY- Aajtak Bangla

৮% সুদ পাবেন এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট এখনও সকলের বিশ্বস্ত বিনিয়োগের মাধ্যম। 

বাজারে এখন শেয়ার, মিউচুয়াল ফান্ড-সহ একাধিক বিনিয়োগের অপশন রয়েছে। তা সত্ত্বেও রেকারিং ডিপোজিটেই ভরসা করেন বেশিরভাগ মানুষ। 

আজ জানতে পারবেন পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের(PNB)রেকারিং ডিপোজিটে সুদের হার।

৬ মাস থেকে ২৭০ দিন মেয়াদ: ৫.৫০%

২৭১ দিন থেকে ১ বছরের মেয়াদ: ৫.৮০%

১ বছর থেকে ৪৪৩ দিনের মেয়াদ: ৬.৭৫%

৪৪৪ দিনের মেয়াদ: ৭.২৫% 

৪৪৫ দিন থেকে ২ বছরের কম মেয়াদ: ৬.৮০%

২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদ: ৭.০০%

৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদ: ৬.৫০% । একইভাবে, ৫ বছর থেকে ১০ বছরের কম মেয়াদ: ৬.৫০%

নিয়মমাফিক পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে সিনিয়র সিটিজেন বিনিয়োগকারীরা বেশি হারে সুদ পাবেন। কমপক্ষে ১৮০ দিনের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে তাঁরা ৮.০৫% হারে সুদ পাবেন।