21 November, 2024

BY- Aajtak Bangla

মহাত্মা গান্ধির আগে ভারতের টাকায় কার ছবি থাকত? অনেক পণ্ডিতও জানেন না

বিভিন্ন দেশের কারেন্সিতে অর্থাৎ নোটে তাদের দেশনায়কদের ছবি থাকে। ভারতের ক্ষেত্রে প্রতিটি নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকে।

যিনি আমাদের দেশের জাতির পিতা। তবে, আপনি কি জানেন, মহাত্মা গান্ধী থেকে আগে ভারতীয় নোটে কার ছবি ছিল? সেটাই এবার জেনে নেওয়া যাক।

ব্রিটিশ শাসনের পর, সরকার ১৯৪৯ সালে প্রথমবার নতুন ডিজাইনের নোট চালু করে। ওই নোটে অশোক স্তম্ভের ছবি ছিল।

১৯৬৯ সালে প্রথমবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধীর ছবি মুদ্রিত নোট চালু করেছিল। এই নোটের ছবিতে এটাই ছিল যে, গান্ধীজি সেবাগ্রাম আশ্রমের সামনে বসে রয়েছেন।

মহাত্মা গান্ধীর হাস্যোজ্জ্বল মুখ প্রথমবার ১৯৮৭ সালে প্রতিটি ভারতীয় নোটে মুদ্রিত হয়।

মহাত্মা গান্ধীর ছবির আগে ভারতীয় নোটে গ্রেট ব্রিটেনের কিং জর্জ ষষ্ঠের ছবি ছিল।

স্বাধীনতার পর ব্রিটিশ রাজা-রাণীর ছবি পরিবর্তন করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা অনেক পরে বাস্তবায়িত হয়েছিল।

সেই সময়, সারণাথের সিংহ স্তম্ভের ছবি  নোটে ব্যবহৃত হয়েছিল।