07 August, 2023

BY- Aajtak Bangla

বাড়িতে সোনা রাখলে বিবাহিত মেয়েদের হতে পারে জেল, কীভাবে?

বাড়িতে অনেকেই সোনা রাখেন। বিবাহিত হোক বা অবিবাহিত। 

বাড়িতেই সোনা রাখা নিরাপদ মনে করেন অনেকে।

তবে বাড়িতে সোনা রাখলে বিবাহিত মেয়েদের হতে পারে জেল। 

কারণ সোনা রাখার নিয়ম আছে। নিয়ম না মানলেই বিপদ। 

সরকারি নিয়ম অনুযায়ী বিবাহিত মহিলারা ঘরে সর্বাধিক ৫০০ গ্রাম সোনা রাখতে পারবেন। 

এর বেশি সোনা রাখলেই হতে পারে জেল-জরিমানা। 

আবার অবিবাহিত মহিলাদেরও বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। 

তারা সোনা রাখতে পারবেন ২৫০ গ্রাম। আবার পুরুষরা ১০০ গ্রাম সোনা রাখতে পারবেন। 

২০১৬ সালের ১ ডিসেম্বর CBDT জানিয়েছিল, কোনও নাগরিকের কাছে নির্দিষ্ট পরিমাণের তুলনায় বেশি সোনা পাওয়া গেলে জেল হতে পারে। 

তাই বিবাহিত মহিলারাও বাড়িতে ৫০০ গ্রামের বেশি সোনা রাখতে পারবেন না।