BY- Aajtak Bangla
4 December, 2023
সোনা এবং রুপোর দাম নিয়ে ক্রমাগত বাড়ছে চাপ। নয়া ইতিহাস গড়ে দেশে পাকা সোনার দাম ছুঁল ৬৫ হাজার টাকার গণ্ডি।
টানা দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সোনার মূল্য এক নয়া রেকর্ড তৈরি করেছে।
আজ দেশের খুচরা বাজারে সোনা আরও দামি হয়েছে। এদিন খুচরা বাজারে ২৪ ক্যারেট হলুদ ধাতুর মূল্য ৪৪০ টাকা বেড়ে হয়েছে ৬৪,২০০ টাকা প্রতি দশ গ্রাম।
এদিকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে ৪০০ টাকা ঊর্ধ্বগামী হয়ে পৌঁছেছে ৫৮,৮৫০ টাকায়।
তবে রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। এক কিলোগ্রাম রুপো কিনতে এদিন খরচ হয়েছে ৮০,৫০০ টাকা।
ফলে বিয়ের মরশুমে এক দিকে আতান্তরে সাধারণ ক্রেতা। অন্য দিকে প্রমাদ গুনছেন গয়নার ব্যবসায়ীরা।
রিপোর্ট অনুযায়ী, জিএসটি এবং টিসিএস বাদে কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রাম বাটের দাম আজ ৬৩,৯০০ টাকা।
জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ১০ গ্রামের দাম আজ ৬৪,২০০ টাকা।
এদিকে জিএসটি এবং টিসিএস বাদে আজ কলকাতায় ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬১,০৫০ টাকা।
এর আগে গত পরশু ১০ গ্রাম ২২ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম ছিল ৬০৩৫০ টাকা।
১ ডিসেম্বর কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ছিল ৬০৪৫০ টাকা।
আজ কলকাতায় প্রতি কেজি রুপোর বাট বিকোচ্ছে ৭৭,৩০০ টাকায়। এদিকে প্রতি কেজি খুচরো রুপো বিকোচ্ছে ৭৭,৪০০ টাকায়।