BY: Aajtak Bangla 

20 MARCH 2023

রেকর্ড দামে সোনা, কোথায় পৌঁছল?

দাম বৃদ্ধির কারণ

বিশেষজ্ঞরা বলছেন ব্যাঙ্কিং সঙ্কট, ডলারের দুর্বলতা এবং শেয়ারবাজারে অনিশ্চয়তার কারণে বাড়ল দাম

আজকের দাম

 সোমবার প্রতি দশ গ্রাম সোনার দাম ৬০,০৬৫ টাকায় পৌঁছায়

৬২ হাজারে উঠতে পারে দাম

আগামী মাসে সোনা প্রতি ১০ গ্রাম ৬২,০০০ টাকা স্পর্শ করতে পারে

গয়না তৈরির সোনা

গহনা তৈরিতে বেশিরভাগ ২২ ক্যারেট সোনা ব্যবহার হয়

দাম কীসে নির্ভর করে? 

আবগারি শুল্ক, কর ও মেকিং চার্জের ওপরে সোনার দাম নির্ভর করে

গয়নার ওপরে ক্যারেট অনুযায়ী হল মার্ক করা থাকে

ক্যারেট অনুযায়ী হলমার্ক

Gold Price Today : আমেরিকা থেকে শুরু হওয়া ব্যাঙ্কিং সঙ্কট এখন বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। যার জেরে শেয়ার বাজারেও ভীষণ উত্থানপতন দেখা যাচ্ছে। অর্থনৈতিক সঙ্কটের পরিস্থিতিতে, বিশেষত ভারতের মতো দেশে সোনাকে বিনিয়োগের ফেভারিট মাধ্যম হিসেবে ধরা হয়। বর্তমানে তেমনই একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। MCX-এ এই প্রথমবার সোনার দাম প্রতি ১০ গ্রাম ৬০ হাজার টাকার পৌঁছেছে।