18 May, 2023
BY- Aajtak Bangla
Google একটি বড়সড় পদক্ষেপ করতে চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে ইউজারদের উপরে। সব Gmail অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কিংবা দীর্ঘ দিন ব্লক করে দেবে।
২০২০ সালে ইনঅ্যাক্টিভ Gmail অ্যাকাউন্টগুলি থেকে স্টোর রাখা কন্টেন্ট রিমুভ করার ঘোষণা করেছিল। যার ফলে স্টোরেজ স্পেস প্রিজার্ভ করা যেত। সেই পলিসিতে বদল ঘটালো Google।
নীতি বদলের পরে দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অ্যাকাউন্টগুলি এ বছরের শুরু থেকেই ডিলিট করা শুরু করেছে।
বি
যদি Google অ্যাকাউন্ট টানা দু বছর ব্যবহার না করা হয়, তাহলে কোম্পানি ওই অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে।
দু বছর ধরে যদি কোনও অ্যাকাউন্ট সাইন-ইন না করা হয়, তাহলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও কন্টেন্টও ডিলিট করছে Google।
যার নির্যাস, শুধুমাত্র Gmail অ্যাকাউন্টই নয়, Calender Events, Drive, Docs ও ব্যাকস্পেস ফাইলও ব্যবহার করতে পারবেন না ইউজাররা।
Google Photos-এর ব্যাক-আপও পাবেন না ইউজাররা।
২০২৩ সালের ডিসেম্বর মাস থেকেই Google ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করবে। কোনও ডিলিট করার আগে সংশ্লিষ্ট ইউজারকে নোটিফিকেশন দেওয়া হবে।
মূল অ্যাকাউন্ট ও রিকভারি অ্যাকাউন্ট, দু ক্ষেত্রেই নোটিফিকেশন পাঠানো হবে।
Google অ্যাকাউন্ট বন্ধ করার কিছু মাস আগেই নোটিফিকেশন দেবে।
তবে Google-এর সিদ্ধান্ত ফ্রি অ্যাকাউন্টের জন্য। বিজনেস অ্যাকাউন্ট বন্ধ করা হবে না।