5 September, 2024

BY- Aajtak Bangla

জীবন ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম অনেকটা কমতে পারে, বড় আপডেট

বিমার প্রিমিয়াম কমে যেতে পারে? GST কাউন্সিলের মিটিংয়ের আগে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে।

জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপরে  GST কমতে পারে।

আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের মিটিং। ওই মিটিংয়েই জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে GST কমানোর বিষয়ে আলোচনা হতে পারে।

সূত্রের খবর,  এবারের জিএসটি প্যানেলের মিটিংয়ে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামকে জিএসটি-র আওতার বাইরে রাখা নিয়ে আলোচনা হতে পারে।

যদি এই প্রস্তাব অনুমোদন পেয়ে যায়, সরকারের রাজস্ব আয়ে বড়সড় ধাক্কা খাবে।

অন্যদিকে জিএসটি-র হার কমলে বা উঠে গেলে, প্রিমিয়ামও একধাক্কায় অনেকটা কমে যাবে, যার সুবিধা ভোগ করবেন গ্রাহকরা।

আরও যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে, তার মধ্যে  স্বাস্থ্যবিমার প্রিমিয়ামকে সম্পূর্ণ ভাবে জিএসটি-র আওতার বাইরে করা।

আরেকটি প্রস্তাব হল, সিনিয়ার সিটিজেনদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পলিসিতে প্রিমিয়াম জিএসটি-র আওতার বাইরে রাখা।

বস্তুত, বিমা প্রিমিয়ামকে জিএসটি-র আওতার বাইরে করার অনুরোধ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও দিয়েছিলেন মন্ত্রী নীতীন গড়করি।