প্রেমের ফাঁদে পা দেবেন না ,  ডেটিং অ্যাপে কীভাবে বিছানো  হচ্ছে প্রেমের মায়াজাল ?

10 June, 2023

এক মহিলা ডেটিং অ্যাপ এর মাধ্যমে বন্ধুত্ব করে ও তারপর ব্ল্যাকমেইল করে।

ধর্ষণের কেসে ফাঁসানোর হুমকি দিয়ে ভয় দেখিয়ে  টাকা দাবি করে। 

২ বছর আগে মুকেশ ফাঙ্গাট নামে এক ব্যাক্তির সঙ্গে পরিচয় হয় মহিলার। তারপরই শুরু চক্রান্ত।

গুরুগ্রামের এই ঘটনায় আলোড়ন পড়ে গেছে। টিন্ডার জাতীয় অ্যাপ থেকে সাবধান থাকতে বলা হচ্ছে। 

মহিলাটিকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ।

মহিলার নাম বিনীত। বিহারে এক কল সেন্টারে কাজ করত সে। 

পুলিশ চার্জশিট তৈরি করেছে। সেই ডেটিং অ্যাপের উপরও নজরদারি চালানো হচ্ছে। 

 দেখেশুনে অনেকেই বলছেন, ডেটিং অ্যাপ হইতে সাবধান। ফাঁদে পড়িয়া বগা কাঁদতেও পারে।

ফলে অনলাইনে প্রেমের  ফল কিন্তু অতি ভয়ানক হতে পারে।