13 JUNE, 2023
BY- Aajtak Bangla
২০-২৫ বছরেই চুল পাকছে? বাঁচার মোক্ষম উপায় রইল
বয়সের সঙ্গে শরীরে মেলানিনের অভাবে পেকে যায় চুল। পুষ্টিকর খাবারও জরুরি।
সময়ের আগে যদি চুল পাকে, তাহলে বেশ চিন্তাজনক ব্যাপার। বাঁচার উপায় -
১. আমলা, গুড়হাল ফুল ও তিলে, নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন।
২. পেঁয়াজের রস দিয়ে ম্যাসাজ করুন, অনেক বেশি লাভবান।
৩. মেহেন্দি ও মেথির পেস্ট বানিয় নারকেল তেল মিশিয়ে ম্যাসাজ করুন।
৪. অনেক সময় পুষ্টিকর খাবারের অভাবে এই সমস্যা দেখা দেয়। পুষ্টিকর খাবার খান।
৫. নিয়মিত চুলে তেল লাগান। নারকেল তেল লাগলে অনেক লাভ।
চুল পেকে যাওয়া থেকে বাঁচতে এই রামবাণ পদ্ধতিগুলি প্রয়োগ করুন।
নিশ্চিত ভাবে উপকারী সিদ্ধ হবে। পাবেন অনেক লাভ। হ্যান্ডসাম হওয়ার সহজ উপায়।
Related Stories
আজ আপনার শহরে রূপোর দাম কত? জেনে নিন
আজ আপনার শহরে সোনার দাম কত? জেনে নিন
টাকা খরচ না করেও Google Drive-এ GB বাড়ানো যায়, কীভাবে?
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট