19 September, 2023
BY- Aajtak Bangla
ভাল ফিচার্সের বাইকের চাহিদা বাড়ছে। চাইলে আপনি কিছু আফটার মার্কেট গ্যাজেটের মাধ্যমে পুরানো বাইককেই আপগ্রেড করতে পারেন।
বর্তমানে বাজারে এরকম অনেক স্মার্ট গ্যাজেট রয়েছে। খুব কম খরচেই মোটরসাইকেল আপগ্রেড করা যায়।
আসুন ৫টি গ্যাজেটের বিষয়ে জেনে নেওয়া যাক, যেগুলি আপনার কেনা চাই-ই চাই।
বাইকে GPS ট্র্যাকার লাগাতে পারেন। দাম ১,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে। এতে বাইক চুরি হলেও ট্র্যাক করতে পারবেন।
রাইডিংয়ের জন্য টায়ারের প্রেসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম ২,৫০০ টাকা থেকে শুরু।
লং রাইড করছেন? মাঝরাস্তায় বাইকের চাকা হাওয়া ভরার জন্য টায়ার ইনফ্লেটার ব্যবহার করতে পারেন।
যে কোনও জায়গায় চাকায় হাওয়া ভরে নিতে পারেন। ২,০০০ টাকা থেকে দাম শুরু।
গ্রিপ লকও একটি খুব ভাল গ্যাজেট। দাম শুরু ৫০০ টাকা থেকে। বাইকের হ্যান্ডেল এবং ক্লাচ একসঙ্গে লক করা যায়। এটা থাকলে বাইক চুরির ঝুঁকি কমে।
বাইক সুরক্ষিত রাখতে এটিও বেশ ভাল একটি গ্যাজেট। দাম ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। পার্কিংয়ে রাখার জন্য এটি আপনার বাইকের ডিস্কে ইনস্টল করতে পারেন।