3 MAY, 2025
BY- Aajtak Bangla
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার শহরে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।
শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান রয়েছে সেই তালিকায়।
পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে।
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়ও সক্রিয় ঘূর্ণাবর্ত। যার ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় রবিবার পর্যন্ত প্রতি ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
উইকএন্ডে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা
এই দু’দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
আগামী ৭ দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।