21 JULY, 2023

BY- Aajtak Bangla

দেড় লাখেরও কমে এল Hero-র নতুন বাইক

দেড় লাখেরও কমে এল Hero-র নতুন বাইক

একের পর এক নতুন মডেল আসছে ভারতের বাজারে। সেই মোটরসাইকেলের তালিকায় যোগ হল আরও একটি নাম -Hero Xtreme 200s 4V। 

 বাইকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোজকার কমিউটিংও হবে, আবার সপ্তাহান্তের লং রাইডও করা যাবে। 

এই মোটরসাইকেলে বেশ কিছু আপমার্কেট ফিচার যোগ করা হয়েছে। গাড়ির সামনে LED DRL হেডলাইট রয়েছে।

ডুয়েল টোন পেন্ট জব ও গ্রাফিক্স রয়েছে। মুন ইয়েলো ও প্যান্থার ব্ল্যাক মেটালিক রঙের অপশন পাবেন। তবে যাঁরা আরেকটু প্রিমিয়াম চাইছেন, তাঁরা 'স্টেলথ ভার্সান'ও পাবেন। 

ইঞ্জিন: ২০০সিসি-র ইঞ্জিন। অয়েল কুলড OBD2 এবং E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন রয়েছে।

ফিচার্স- এই বাইকে কল এবং SMS অ্যালার্টের জন্য ব্লু-টুথের সুবিধা পাবেন। টার্ন বাই টার্ন নেভিগেশন সহ স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে।

এর পাশাপাশি ফুল ডিজিটাল ডিসপ্লেতে গিয়ার ইন্ডিকেটর, ইকো-মোড ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ট্রিপ মিটারের মতো সাধারণ ফিচারগুলিও পাবেন। 

বর্তমানে ট্যুরিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। অল্পবয়সী রাইডাররা চাইছেন এমন মোটরবাইক, যাতে ট্রাফিকের ভিড়ে রোজ যাতায়াত করা যাবে। আবার চাইলে খারাপ রাস্তায় ট্যুরিংও হবে। 

Hero Xtreme 200s 4V-এর দিল্লিতে এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,৪১,২৫০ টাকা থেকে।