17 JUNE, 2023

BY- Aajtak Bangla

ইউরিক অ্যাসিডের কারণে গাঁটে গাঁটে ব্যথা? এই ২ জুসেই সমাধান

বাজে ফুড হ্যাবিট তৈরি করছে ইউরিক অ্যাসিডের সমস্যা।

হাড়ের সমস্যার কারণ এই ইউরিক অ্যাসিড। ব্যাথা ও ফুলে যাওয়ার মতন সমস্যাও দেখা দেয়।

হাড়ের সমস্যার জন্যে চলাফেরার সমস্যাও দেখা দেয়।

বাথের ব্যাথা ও পেটে পাথর এরকম সমস্যাও দেখা দেয় ইউরিক অ্যাসিডে

এখানে এমন দুটি সবজির কথা  বলব যা ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করবে।

শসার রস অনেক উপকারী, তাতে প্রচুর মাত্রায় জল থাকে।

এতে থাকা পটাসিয়াম ও ফসফরাস, কিডনি কে ফিল্টার করে।

গাজরের রস ও খুবই উপকারী, সাহায্য করে ইউরিক অ্যাসিড সরাতে।

গাজরের, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন আর ভিটামিন A থাকে, যা ইউরিক অ্যাসিড দূর করে।