10 JULY, 2023

BY- Aajtak Bangla

সস্তায় মিলছে ইলিশ, কোন বাজারে কত?

বর্ষা নামতেই বড় সাইজের ইলিশ উঠেছে মৎস্যজীবীদের জালে।

টন টন ইলিশ কাকদ্বীপ থেকে সাগরে জাল ফেলে তুলেছেন মৎস্যজীবীরা। 

ফলে বড়সড় পতন ঘটেছে ইলিশের দামে।

কলকাতার বিভিন্ন বাজারে ছেয়ে গিয়েছে ইলিশ মাছ।

বেশ বড়বড় সাইজের ইলিশ মিলতে শুরু করেছে কলকাতা ও শহরতলির বাজারগুলোতে। 

কলকাতার বাজারে দেদার বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

ইলিশ প্রতি কেজি ১,২০০–২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দরদাম করলে আর একটু কমছে। 

খোকা ইলিশ (১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম) এখনও কিছু বাজারে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। 

যদিও  খোকা ইলিশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছু কিছু ক্রেতারা তা কিনছেনও।

৭৫০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।

১ কেজি থেকে ১.২ কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়।

দেড় থেকে দুই কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়।

অন্য মাছের তুলনায় শহরের বিভিন্ন বাজারে ইলিশের দাম প্রায় অভিন্ন।