BY- Aajtak Bangla

কেজিতে প্রায় ৩০০ টাকা সস্তা হল ইলিশ

26 JULY, 2023

বিগত সাত-দশ দিন ধরে দিঘা, বকখালি, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবার থেকে প্রচুর টাটকা ইলিশ উঠেছে। এর ফলে কলকাতা-হাওড়ার বাজারে ইলিশের জোগান ও মজুত এখন পর্যাপ্ত।

গত সপ্তাহে কাকদ্বীপ, বকখালি, নামখানা, ডায়মন্ড হারবার থেকে প্রচুর ইলিশ জালে উঠেছে। ওড়িশা থেকেও বেশ কয়েক টন মাছ ঢুকেছে বাংলার বাজারে।

ইলিশের পর্যাপ্ত জোগান-মজুতের জেরে দিন সাতেকের মধ্যেই প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছে ইলিশের দাম।

মানিকতলা-বালিগঞ্জের বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ এখন ৬০০-৬৫০ টাকা কিলোতে বিক্রি হচ্ছে। 

মানিকতলা-বালিগঞ্জের বাজারে মোটামুটি ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দর এখন ৭৫০-৮০০ টাকা কিলো।

এছাড়া, ৯০০ গ্রাম থেকে ১ কিলো ওজনের ইলিশের দর যাচ্ছে ১,০৫০-১,২০০ টাকা। আর এক কিলোর বেশি ওজনের মাছের দর শুরু হচ্ছে ১,৩৫০-১,৪০০ টাকা থেকে।

মাছের মান আর ওজনের উপর ভিত্তি করে দামের সামান্য হের ফের হচ্ছে বিভিন্ন বাজারে। গড়িয়াহাট, লেক মার্কেট, কসবা বাজারে মাছের দর সামান্য বেশি।

ইলিশের দাম এখন অনেকটা সস্তা হলেও আগামী সপ্তাহে মাছের দাম ফের বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাইকারি মাছ সরবরাহকারী আদিত মজুমদার।

তিনি জানান, খারাপ আবহাওয়ার জন্য জেলে-মাঝিদের এখন মাছ ধরতে যেতে বারন করা হচ্ছে। ফলে ট্রলার নিয়ে ফিরে আসছেন অনেকেই। এর জেরে আগামী ৪-৫ দিন টান পড়তে পারে মাছের জোগানে।