7 June 23
BY- Aajtak Bangla
২০ টাকার নোটে ছাপা হয়, মহারাষ্ট্র এ উপস্থিত অজন্তা ইলোরা কেভস এর ছবি।
৫০ টাকার নোটে প্রায় ২৫০ বছর আগের তৈরি, ভারতীয় ইতিহাস এর সেই বিখ্যাত হম্পি মন্দির এর ছবি।
১০০ টাকার নোটে, গুজরাট এর সরস্বতী নদীর তীরে অবস্থিত এক বিশাল রানীর মহল এর ছবি চাপানো থাকে।
২০০ টাকার নোটে, প্রায় ২৬২ বছর আগের বৌদ্ধ সম্রাট সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ দেবের, সেই বিখ্যাত বেনারস স্থিত প্রাচীন সঞ্চি স্তূপ এর ছবি চাপা হয় থেকে।
৫০০ টাকার নোটে, দেশের ক্যাপিটাল রাজ্য দিল্লি স্থিত লাল কেল্লার ছবি চাপানো হয় থেকে।
২০০০ টাকার নোটে, ISRO সংগঠনের মঙ্গলযান এর ছবি ছাপান হয় থাকে।