7 June 23

BY- Aajtak Bangla

 নোটে ছাপা হয় এই ঐতিহাসিক ঐতিহ্যের ছবি, জেনে নিন 

ভারত দেশটি বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের আবাসস্থল। ঐতিহাসিক ঐতিহ্যের মধ্যে দেশটির ঐতিহ্য স্পষ্টভাবে দেখা যায়।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিটি মুদ্রার নোটের সামনের দিকে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি মুদ্রিত করে, নোটের উল্টো দিকে দেশের ঐতিহাসিক ঐতিহ্য গুলো কে তুলে ধরা হয়।

১০ টাকার নোটে কনারক এ রথ এর আদলে তৈরি সূর্য মন্দির এর ছবি ছাপা হয়।

২০ টাকার নোটে ছাপা হয়, মহারাষ্ট্র এ উপস্থিত অজন্তা ইলোরা কেভস এর ছবি।

৫০ টাকার নোটে প্রায় ২৫০ বছর আগের তৈরি, ভারতীয় ইতিহাস এর সেই বিখ্যাত হম্পি মন্দির এর ছবি।

১০০ টাকার নোটে, গুজরাট এর সরস্বতী নদীর তীরে অবস্থিত এক বিশাল রানীর মহল এর ছবি চাপানো থাকে।

২০০ টাকার নোটে, প্রায় ২৬২ বছর আগের বৌদ্ধ সম্রাট সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ দেবের, সেই বিখ্যাত বেনারস স্থিত প্রাচীন সঞ্চি স্তূপ এর ছবি চাপা হয় থেকে।

৫০০ টাকার নোটে, দেশের ক্যাপিটাল রাজ্য দিল্লি স্থিত লাল কেল্লার ছবি চাপানো হয় থেকে।

২০০০ টাকার নোটে, ISRO সংগঠনের মঙ্গলযান এর ছবি ছাপান হয় থাকে।