BY- Aajtak Bangla

এবার হোলিতে বুক পেতে রং মাখুন, যে কোনও রং ওঠানোর উপায় চুপিচুপি জেনে নিন

8th March, 2024

রং খেলে  মুখে ফেস ওয়াশ ঘষার আগে একটু নারকেল তেল মেখে নিন। এতে রং খানিকটা গলে যাবে। তারপরে সাবান মাখলে সহজেই উঠবে যত সব অবাধ্য রং।

আটা ও তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। সেটাকে কিছুক্ষণ রেখে মুখে মেখে ফেলুন। এরপর হাত দিয়ে সামান্য মাসাজ করুন। এরপরে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।

বাড়িতে মুলতানি মাটি থাকলে তাও ব্যবহার করতে পারেন। এটা রংকে শুকিয়ে দিতে সাহায্য করবে, যা ধুলে সহজেই উঠে যাবে।

চুলকানি বা ত্বকের অ্যালার্জি এড়াতে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে মেখে নিন। উপকার পাবেন।

রং খেলে এসেই শ্যাম্পু করবেন না। ডিমের সাদা অংশ দিয়ে প্যাক বানিয়ে মাথায় মাখুন। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। চুলে রং বসবে না।

রং খেলার আগে চুলে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারকেলের দুধ মাখতে পারেন। রং খেলে নারকেলের দুধ দিয়ে চুল ধুয়ে নিন। তার এক ঘণ্টা পরে শ্যাম্পু করুন।

রং খেলার আগে নেলপলিশ, হাতে সামান্য ভেসলিন মেখে বেরোন। নখ ও হাতের রং তুলতে ঠান্ডা জলে লেবুর রস মিশিয়ে হাত দুটো ভিজিয়ে রাখুন।

সাদা জামাকাপড় পরে রং খেললে রং লাগা সাদা জামাটিকে গরম জলে ভেজান। তাতে নন ক্লোরিন ব্লিচ মেশান। এবার সাদা জামাটিকে আলাদা করে কেচে নিন।

অন্য রঙের জামাকাপড়ের ক্ষেত্রে ২-৩ লিটার জলে আধ কাপ ভিনিগার, এক চামচ ডিটার্রজেন্ট মেশান। এবার সেই জলে রং লাগা জামাকাপড়গুলি ভিজিয়ে কেচে নিন।