17 October, 2023
BY- Aajtak Bangla
ভারতের বাজারে নতুন Honda CB300R লঞ্চ হল। বাইকটি নতুন ইঞ্জিন দিয়ে আপডেট করেছে হোন্ডা।
শুধু আপডেট করাই নয়, এর দামও অনেকটা কমানো হয়েছে। নতুন Honda CB300R-এর দাম ২.৪০ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে
Honda CB300R-এর দাম প্রায় ৩৭,০০০ টাকা কমেছে। বাজারে ট্রায়াম্ফ স্পিড এবং টিভিএস অ্যাপাচে আরটিআর-এর সঙ্গে কম্পিটিশন এই বাইকের।
Honda-র এই বাইকে নতুন 286 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। এটি 31hp পাওয়ার এবং 27.5 Nm টর্ক জেনারেট করে।
6-স্পিড গিয়ারবক্স রয়েছে। ওজন ১৪৬ কেজি।
Honda CB300R-তে একটি ইমার্জেন্সি ব্রেক লাইট সিস্টেম রয়েছে।
বাইকে 41 এমএম ফ্রন্ট আপ-সাইড-ডাউন ফর্ক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। এতে স্ট্যান্ডার্ড হিসেবে ডুয়াল চ্যানেল ABS রয়েছে।
বাইকে অ্যাসিস্ট স্লিপার ক্লাচও রয়েছে। এতে অনেক সহজে গিয়ার পরিবর্তন করা যায়। পাশাপাশি গিয়ার পরিবর্তন করার সময় পিছনের চাকা লক হয় না।