30 August, 2024

BY- Aajtak Bangla

বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে এই জিনিসটি অবশ্যউ খেয়াল রাখবেন

আমরা বাড়ি তৈরি করার সময় খুব সতর্কভাবে নানা দিক বিচার করে তারপর তা করি। 

আবার এমন অনেকে রয়েছেন যাঁরা বাড়ি করেন কিন্তু তবুও তাঁদের সংসারের নানা অশান্তি লেগে থাকে।

বাস্তুশাস্ত্রে বলা হয়, বাড়ির আকার, রঙ, আকৃতির দিকে বিশেষ নজর দিতে হয়, না হলে আপনার বাড়িতে কখনোও ইতিবাচক শক্তি প্রবেশ করবে না।

বাড়িতে নেতিবাচক শক্তি লেগে থাকবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আপনি বাড়ি তৈরি করার সময় প্রত্যেককে, বাড়ির দিকে বিশেষ নজর দিতে হয়।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা উত্তর পূর্ব বা উত্তর দিকে থাকা খুব শুভ বলে মনে করা হয়।

শোওয়ার ঘরের জন্য নানান সমস্যা হয়। যদি দক্ষিণ-পশ্চিম দিকে শোওয়ার ঘর হয় তাহলে খুব ভালো, না হলে আপনারা দাম্পত্য জীবনে কখনোও সুখ আসবে না। 

রান্নাঘর দক্ষিণ পূর্বদিকে করবেন। রান্নাঘর কখনওই দক্ষিণ-পশ্চিম, উত্তর-পূর্ব বা উত্তর দিকে করা উচিত নয়, এদিকটা করলে আপনার আর্থিক দিকে নানান সঙ্কট লেগে থাকবে।

ডাইনিংরুম বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে করুন, এখানে ম্যানিপ্ল্যান্ট গাছ লাগাতে পারেন, এতে আপনার ঘরও সুন্দর দেখতে সুন্দর হবে।

বাড়ির উত্তর-পশ্চিম কোণে বাথরুম করা উচিত। এটি করলে তবেই কিন্তু আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে এবং বাড়িতে কোনও অশান্তির পরিবেশ থাকবে না।