19 MAY 2025
BY- Aajtak Bangla
গরম যা পড়েছে তাতে আর এসি ছাড়া থাকার কথা ভাবতেই পারা যাচ্ছে না। কেউ কেউ তো আবার প্রায় সারাদিন এসি চালিয়ে রাখেন।
এই অভ্যাসে কিন্তু বারোটা বাজছে আপনার গরমের ভরসা সাধের এসিটিরও। ক্ষতি হচ্ছে শরীরেরও।
অনেকেই ঘন ঘন এসি চালানো এবং বন্ধ করেন। কিন্তু কত ঘণ্টা পর পর এসি বন্ধ করা উচিত?
এসি বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, একটানা ২২ থেকে ২৪ ঘন্টা এসি চালালে তা খুব শীঘ্র অকেজো হয়ে যেতে পারে।
এক টানা ১০-১২ ঘণ্টা এসি চালানো উচিত নয়। এতে এসি খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে।
এসি বেশিক্ষণ চালানোর জন্য চড় চড় করে বাড়তে থাকে বিদ্যুতের খরচও।
প্রবল গরমে একটানা এসি চললে এসি মেশিন ঘন ঘন ব্রেকডাউন হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে এসি সময়ে সময়ে সার্ভিসিং করানো জরুরি।
অধিকাংশ মানুষ জানেন না কত সময় অন্তর এসি সার্ভিসিং করাটা জরুরি। ঘণ্টার পর ঘণ্টা এসি চালু রাখলে এসি মেশিন গরমে বিকল হতে পারে।
বছরে অন্তত ৩ বার সার্ভিসিং করানো উচিত। এসির ফিল্টার প্রতি তিন মাস অন্তর পরিষ্কার করা উচিত।
১ টনের এসি টানা ৮-১০ ঘণ্টা চালানোর পরে বিশ্রাম দেওয়া উচিত। ১.৫ বা ২ টনের এসি হলে ১২ ঘণ্টা চালানোর বন্ধ করা ভাল।