লোকাল ট্রেনের সিট ৪ জনের বসার? রেলের নিয়মটা অনেকেই জানেন না

31 August, 2024

BY- Aajtak Bangla

ভারতে লোকাল ট্রেনের চাহিদা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বলা যেতে পারে, লাইফলাইন।

শহর, শহরতলি থেকে গ্রামগঞ্জ। লোকাল ট্রেনই বিরাট ভরসা সাধারণ মানুষের।

হাওড়া থেকে তারকেশ্বর লাইন, বর্ধমান , ব্যান্ডেল, খড়গপুর, পাশকুঁড়া, কাটোয়া লাইনে চালানো হয় লোকাল ট্রেন।

অন্যদিকে শিয়ালদা থেকে লোকাল ট্রেন চালানো হয় হাসনাবাদ, বনগাঁ, গেদে, রাণাঘাট, নামখানা, বজবজ লাইনে।

সাধারণত দেখা যায়, লোকাল ট্রেনে একটি সিটে ৪ জন করে চেপেচুপে বসে থাকেন। অনেকেই দাবি করেন, '৪ জনের সিট, একটু চেপে বসুন।'

সত্যিই কি তাই? রেলের কি কোনও নিয়ম আছে, লোকাল ট্রেনের সিটে কতজন বসতে পারেন?

রেল বলছে, লোকাল ট্রেনের সিটগুলি ৩ জন বসার জন্যই তৈরি করা। ৪ জনের জন্য নয়।

তবে ৪ জন বসা যাবে না, এরকম কোনও লিখিত নিয়ম আলাদা করে নেই।

তাই সেক্ষেত্রে ৩ জনের সিটে ৪ জন বসে যাওয়ার যে রীতি চলে, তা আসলে যাত্রীদের নিজেদের মধ্যে সমঝোতার উপরে।