04 JULY, 2023

BY- Aajtak Bangla

আত্মহত্যা করা গুরুতর অপরাধ, জানেন কত বছরের জেল হতে পারে?

আত্মহত্যা করার চেষ্টা গুরুতর অপরাধের মধ্যেই পড়ে।

আইনের চোখে যারা আত্মহত্যা করার চেষ্টা করেন তারা অপরাধী।

সে যে কোনও পরিস্থিতির শিকার হোক না কেন, আত্মহত্যাকে অপরাধ বলেই গণ্য করা হয়।

আত্মহত্যার চেষ্টা যাঁরা করে তাঁরাও আইনের চোখে শাস্তি পেয়ে থাকেন।

আইপিসি ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যা করার চেষ্টা করলে তাঁদের শাস্তি হয়।

এই ধারার অন্তর্গত আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির ১ বছর পর্যন্ত জেল হতে পারে।

অপরাধীদের ১ বছরের কমও জেল হতে পারে।

শাস্তি ছাড়াও জরিমানাও দিতে হতে পারে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে।

কখনও কখনও জেল ও জরিমানা ২টোই হতে পারে।