30 July, 2023

BY- Aajtak Bangla

বাড়িতে সোনা রাখার লিমিট কতটা?  জানুন আইন

v

ভারতে শুভ অনুষ্ঠানে সোনা কেনার রীতি রয়েছে। সোনা পরতে ভালবাসেন অনেকে। 

২০২২ সালে সোনা আমদানিতে বিশ্বের চতুর্থ দেশ ছিল ভারত। এদেশে সোনার বিরাট চাহিদা। 

কিন্তু আইন মেনে সর্বোচ্চ কত সোনা নিজের কাছে রাখতে পারেন একজন ভারতীয়?

অবিবাহিত মহিলারা সর্বোচ্চ ২৫০ গ্রাম সোনা রাখতে পারেন।

বিবাহিত মহিলা ৫০০ গ্রাম সোনা রাখতে পারেন।

বিবাহিত ও অবিবাহিত পুরুষ রাখতে পারেন ১০০ গ্রাম সোনা।

এই সীমায় সোনা থাকলে বাজেয়াপ্ত করতে পারবে না আয়কর বিভাগ বা ইডি।

চোখ বন্ধ করে কাজ করুন। যে কোনও ছোটখাট কাজ স্পর্শের উপর নির্ভর করে করুন। সক্রিয় হবে মস্তিষ্ক। 

কৃষি আয় ও সঞ্চয় থেকে সোনা কিনলে কর লাগে না। পৈতৃক সোনার ক্ষেত্রেও কর দিতে হয় না।

বৈধ আয়ের নথি থাকলে সোনা কেনার ক্ষেত্রে কোনও সীমা নেই।

সোনা কেনার ৩ বছরের মধ্যে বেচলে ২০% কর দিতে হয়। তা আয় হিসেবে গণ্য হয়।