25 April, 2025
BY- Aajtak Bangla
নোট ছেঁড়া হয়ে গেলে অনেকেই দ্বিধায় পড়ে যান, এই টাকা কি আর চলে? ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে।
RBI-এর নিয়ম অনুযায়ী, কোনও নোট যদি আংশিক ছেঁড়া হয়, তবে সেটা নির্ভর করে ছেঁড়ার পরিমাণের ওপর।
সাধারণভাবে, যদি নোটের অর্ধেক বা তার বেশি অংশ অক্ষত থাকে এবং সেখানে মূল তথ্য যেমন গভর্নরের সই, মহাত্মা গান্ধীর ছবি ও সিরিয়াল নম্বর স্পষ্ট থাকে
তবে সেই নোট চালু থাকে এবং তা ব্যাঙ্কে জমা দিয়ে নতুন নোট পাওয়া সম্ভব।
যদি নোট মাঝখান থেকে ছেঁড়ে দু’টুকরো হয়ে যায়, তাহলে দুই টুকরো মিলিয়ে যদি পুরো নোট বোঝা যায়, তাহলে সেটাও ব্যাঙ্কে জমা দিয়ে বদল করা যাবে।
তবে কোনও একটি অংশ যদি নিখোঁজ থাকে বা জাল সন্দেহ হয়, তখন সেটা বাতিল হিসেবে বিবেচিত হবে।
আর একটা বিষয় খেয়াল রাখতে হবে—কোনও নোটে যদি দাগ, কালি, লেখালিখি, সেলোটেপ বা স্ট্যাপল পিন থাকে, তাহলেও সেটা মান্য হতে পারে, যদি নোটের মূল বৈশিষ্ট্যগুলি ঠিকঠাক থাকে।
তবে খুব বেশি ক্ষতিগ্রস্ত নোট বা এমন নোট যেখানে ৫০ শতাংশের কম অংশ অক্ষত থাকে,
সেগুলোকে RBI "unfit" হিসেবে চিহ্নিত করে এবং সেগুলো বদল করা সম্ভব না-ও হতে পারে।
তাই ছেঁড়া নোট মানেই তা বাতিল নয়—ব্যাঙ্কে জমা দিলে অনেক ক্ষেত্রেই আপনি নতুন নোট পেয়ে যাবেন। তবে সচেতনভাবে নোটের যত্ন নিলেই এই ঝামেলা এড়ানো যায়।