04 JULY, 2023
BY- Aajtak Bangla
সাধারণত, ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা তাঁদের সঙ্গে থকা লাগেজের ওজনের বিষয়ে তেমন গুরুত্ব দেন না। তবে, বিমানের মতোই ট্রেনেও একটি নির্দিষ্ট সীমা (ওজনের) পর্যন্ত ওজনের লাগেজ বহন নিতে পারেন।
যদি লাগেজের ওজন ওই নির্দিষ্ট সীমার বেশি হয়, সে ক্ষেত্রে যাত্রীকে বাড়তি টাকা খরচ করে একটি ব্রেক ভ্যান বুক করতে হবে। রেলের এই নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে যাত্রীকে।
রেলের নিয়মানুযায়ী, জনপ্রতি লাগেজের (মালপত্র) ওজন যতটা নির্ধারণ করা হয়, তাতে কোনও যাত্রীর জন্য ওই বিপুল ওজনের লাগেজ নিয়ে একা ভ্রমণ করা প্রায় অসম্ভব।
অতএব, খুব কম যাত্রীকেই এই ক্ষেত্রে বাড়তি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার জন্য জরিমানা দিতে হয়। তবে মনে রাখবেন, লাগেজের ওজনের সীমা প্রতিটি বিভাগের জন্য আলাদা।
প্রথম শ্রেণীর বগিতে ভ্রমণকারী একজন যাত্রী বিনামূল্যে ৭০ কেজি পর্যন্ত ওজনের লাগেজ বহন করতে পারেন। এসি দ্বিতীয় শ্রেণীর জন্য, এই সীমা ৫০ কেজি।
থার্ড এসি, স্লিপার ক্লাসে ভ্রমণকারী যাত্রীরা বিনামূল্যে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারেন। পাশাপাশি, দ্বিতীয় শ্রেণিতে ভ্রমণকারী একজন ব্যক্তি সর্বাধিক ৩৫ কেজি পর্যন্ত লাগেজ সঙ্গে নিয়ে যেতে পারেন।
লাগেজ বা যা কিছু প্যাক করা হয় তার মাত্রা 100CM × 60CM × 25CM এর দৈর্ঘ্য, পুরু এবং প্রস্থ হওয়া উচিত। এর থেকে বড় লাগেজের জন্য যাত্রীকে একটি ব্রেক ভ্যান বুক করতে হবে।
ট্রেনে লাগেজ বহনের এই নিয়মটি বেশ পুরানো। বাড়তি লাগেজের খরচ সম্প্রতি বাড়লেও নিয়মটি ১০ বছরেরও বেশি সময় ধরে কার্যকর রয়েছে।
তাই এর পর থেকে ট্রেনে ভ্রমণের সময় সঙ্গে থাকা লাগেজের যেমন হিসাব রাখেন, তেমনই হিসাব রাখতে হবে তার ওজনেরও। না হলে অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে উঠলেই জরিমানা দিতে হবে।