22 May, 2023
BY- Aajtak Bangla
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI গত ১৯ মে ২০২৩-এ একটি বড় পদক্ষেপ করেছে।
এর ফলে ৫০০, ১ হাজারের পর এবার ২ হাজার টাকার নোটও ব্যান করে দিয়েছে আরবিআই।
আরবিআই একটি সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছে, ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে।
আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ২ হাজার টাকার নোটের আইনি বৈধতা থাকবে, তবে সার্কুলেশনের আওতায় থাকবে না।
RBI দেশের সব ব্যাঙ্ককে জানিয়েছে, ২ হাজার টাকার নোট সার্কুলার করা বন্ধ করে দিন।
২০১৭ সালে দেশে সবচেয়ে বেশি চালু ছিল ২ হাজার টাকার নোট।
কিন্তু ২০১৮ থেকে এই নোটের সার্কুলেশন কমতে শুরু করে।
কেন্দ্রীয় ব্যাঙ্ক 'Clean Note Policy'-র আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু আপনার কাছে যদি ২ হাজার টাকার নোট থাকে, তা ঘাবড়াবেন না। নষ্ট হচ্ছে না।
আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আপনি ব্যাঙ্কে জমা দিতে পারবেন ২ হাজার টাকার নোট।