30 JUlY, 2023
BY- Aajtak Bangla
ছাতা কেনার সময় কী কী অবশ্যই দেখে নেবেন?
কথাতে বলে 'শীতের কাঁথা আর বর্ষার ছাতা, দুটো না হলে চলে না'। আর বর্ষা মানেই যখন তখন শুরু হবে বৃষ্টি।
আর বৃষ্টির দিনে নিজেকে সুরক্ষিত রাখার জিনিসটি হল ছাতা। তবে অবশ্যই ছাতাটি হতে হবে উন্নত মানের। তাই জেনে নিন ভালো ছাতা চেনা ও কেনার কিছু টিপস।
ছাতা তৈরি হয় বিভিন্ন ধরনের কাপড় দিয়ে। তাই ছাতা কেনার সময় ভালো মানের কাপড় দেখে কিনবেন। প্যারাসুটের কাপড় অথবা বেলপেকের কাপড় দিয়ে তৈরি ছাতা ভাল মানের।
শিক কম অথবা শিক নিম্নমানের কি না অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ শিক নিম্নমানের হলে হালকা বৃষ্টি কিংবা ঝড়ে ছাতা উল্টে গিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
স্টেইনলেস স্টিলের বা অ্যালুমিনিয়ামের তৈরি শিকের ছাতা বেশি মজবুত ও টেকসই হয়ে থাকে। এতে মরচেও ধরে না।
শিক বেশি থাকলে ছাতাও মজবুত হবে। ৬-৮ শিকের ছাতার চেয়ে ১০ শিকের ছাতা মজবুত হয়। ঝড়-বৃষ্টিতেও এই ছাতা উল্টে যাওয়ার ভয় থাকে না।
শুধু ফ্যাশনের দিকে নজর রেখে ছাতা কেনাটা বোকামি। ফ্যাশনেবল ছাতাগুলো শুধু আকর্ষণীয় হয়। টেকসই হয় না।
অনেক সময় ছাতার হাতল হয় পাতলা ও ভঙ্গুর। হাতল যেন টেকসই এবং মজবুত হয়, তা দেখে কিনুন। প্লাস্টিকের হাতল দেওয়া ছাতা মজবুত ও টেকসই হয়।
টিপ বাটনের ছাতা হলে বাটনটি ঠিকমতো কাজ করছে কি না, তা দেখে নিতে হবে।
এছাড়াও ছাতার ভেতরের সবগুলো রড ঠিকমতো সেলাই করা আছে কি না, তা বারবার খুলে ও বন্ধ করে দেখে নিন।
Related Stories
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
আজ সোনার দাম কত? রইল আপনার শহরের রেট
আজ সোনার দাম কত? রইল আপনার শহরের রেট
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট