BY- Aajtak Bangla

সিলিন্ডারে গ্যাস কতটা? উপর থেকে দুটো টোকা দিয়ে বুঝে নিন এভাবে

05 May, 2025

রান্নার মাঝে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেলে বিপাকে পড়তে হয়। তাই সিলিন্ডার শেষ হওয়ার আগেই জেনে নিন কিছু ঘরোয়া সহজ টিপস।

গরম জল পরীক্ষা (Hot Water Test): এক মগ গরম জল নিন এবং সিলিন্ডারের গায়ে একদিকে ঢালুন। কয়েক সেকেন্ড পর স্পর্শ করুন—যেখানে ঠান্ডা লাগবে, সেখান পর্যন্ত গ্যাস আছে।

ওজন মেপে দেখুন (Weighing Method): নতুন গ্যাস সিলিন্ডারের ওজন থাকে ২৯.৫ কেজি (প্রায়)। সময়-সময়ে ওজন মেপে বুঝে নিন কতটা গ্যাস ব্যবহার হয়েছে।

বুদবুদ পরীক্ষা (Bubble Test): পাইপ লিক আছে কি না বুঝতে সাবান জল ব্যবহার করুন। তবে এটা গ্যাস ফুরানোর জন্য নয়, কিন্তু দরকারি সেফটি চেক।

সাউন্ড টেস্ট (Sound Check): হাতের পিঠ দিয়ে হালকা চাপ দিয়ে নক করুন। খালি অংশ থেকে ভিন্ন শব্দ আসবে।

গ্যাস স্টোভের আগুন মনিটর করুন: আগুনের তীব্রতা কমে এলে বুঝতে হবে গ্যাস ফুরোচ্ছে।

গ্যাস কনজাম্পশন ট্র্যাকার ব্যবহার করুন: এখন বাজারে স্মার্ট ট্র্যাকার পাওয়া যায় যা মোবাইলে গ্যাস লেভেল জানিয়ে দেয়।

চেক করুন বুকিং ডেট ও ইউজেজ হিস্ট্রি: শেষ কবে গ্যাস নিয়েছিলেন, কতদিন চলে তা দেখে হিসাব রাখতে পারবেন।

সাবধানে রেগুলেটরের শব্দ শুনুন: মাঝে মাঝে গ্যাস শেষের দিকে এলে হালকা 'হিস' শব্দ হয়।

গ্যাস কোম্পানির অ্যাপ ব্যবহার করুন: Indian Oil, Bharat Gas, HP-র নিজস্ব অ্যাপ গ্যাস ইউজেজ ট্র্যাক করতে সাহায্য করে।

রিজার্ভ সিলিন্ডার রাখুন: একান্ত নিরাপদে থাকতে চাইলে একাধিক সিলিন্ডার রাখুন, যাতে হঠাৎ গ্যাস শেষ হলেও সমস্যায় না পড়েন।