14 Sep, 2024
BY- Aajtak Bangla
হোয়াটসঅ্যাপে যদি এই জরুরি সেটিং চেঞ্জ করে নেন তাহলে আপনি অন্যের স্ট্যাটাস দেখতে পাবেন।
গোটা দুনিয়াতে পপুলার হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে এটি সর্বাধিক ব্যবহৃত। এই প্লাটফর্মে আপনি একাধিক ফিচার পাবেন।
আপনার লাগানো স্ট্যাটাস কেউ যখন দেখে, তখন আপনার কাছে মেসেজ চলে আসে। এমনই অন্য কেউ এভাবে স্ট্যাটাস দেখলে মেসেজ পেতে পারেন।
কিন্তু এমন একটি সেটিং রয়েছে যেটি বদলে দিলে আপনি কারও স্ট্যাটাস দেখতে পাবেন কিন্তু সে বুঝতে পারবে না।
আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিং-এ গিয়ে ছোট বদল করতে হবে সবার আগে আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিং এ যেতে হবে।
এখানে আপনি একাধিক অপশন পাবেন, তার মধ্যে প্রাইভেসি বিকল্প আপনাকে ক্লিক করতে হবে। প্রাইভেসিতে যাওয়ার পর আপনার সামনে একাধিক অপশন আসবে।
এখন আপনাকে রিড রিসিপটে যেতে হবে এবং সেখানে আপনাকে ওই অপশনটি অফ করতে হবে। যখনই আপনি এটি অফ করে দেবেন, তখন স্ট্যাটাস দেখলে তার তথ্য ওই নম্বরের মালিকের কাছে যাবে না।
যদিও সেটিং অফ করে দিলে আপনিও কিন্তু বুঝতে পারবেন না আপনার স্ট্যাটাস কে দেখছে।
আপনাকে রিড ডিসপ্লে অন করার পরে স্ট্যাটাস লাগাতে হবে। যাতে আপনি তার তথ্য পেয়ে যান।