BY- Aajtak Bangla

ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যায়নি তো? জেনে নিন এভাবে

17 March, 2024

২০২৪-এর লোকসভা ভোটের সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। সাত দফায় গোটা দেশে নির্বাচন হবে।

ভোটার লিস্টে নাম না থাকলে ভোট দিতে পারবেন না। কীভাবে দেখবেন আপনার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা? রইল তা জানার উপায়।

প্রথমে ন্যাশনাল ভোটারস সার্ভিস (National Voter’s Service) পোর্টালে যেতে হবে। 

এবার এই পোর্টালে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে নিন। 

এখানেই রয়েছে মেইন পেজ, তৃতীয় নম্বরেই রয়েছে ‘Search in Electoral Role’।

এই বিকল্পে (অপশনে) ক্লিক করুন। ওয়েবপেজ খুলে যাবে।

নাম, বাবার নাম, বয়স, জন্মের সাল-তারিখ, লিঙ্গ, রাজ্য ও জেলার সব তথ্য দিতে হবে।

এপিক নম্বরের বিকল্প রয়েছে, সেটা দিয়েও সার্চ করতে পারেন। নিজের এপিক নম্বর ও রাজ্যের নাম দিন। তথ্য অনুমোদন করার জন্য শেষে একটা ক্যাপচা কোড লিখুন। 

উপরের সমস্ত পদক্ষেপগুলি সম্পূর্ণ হয়ে গেলে, ওয়েবপেজটি আপনাকে ভোটার রেজিস্ট্রেশনের বিবরণ দেখাবে।